বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর ইউনিয়নে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ২০ দিনের ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ’দালানহাটি হিলফুল ফুযুল যুব সংঘ’।
আজ শনিবার (১৬ মার্চ) বিকেলে অষ্টগ্রাম উপজেলা সদর ইউনিয়নের মধ্য অষ্টগ্রাম (দালান হাটি) প্রাঙ্গণে এসব ইফতার সামগ্রী মানুষের হাতে তুলে দেন প্রধান অতিথি অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
খোঁজ নিয়ে জানা যায়, মধ্য অষ্টগ্রাম দালান হাটি হিলফুল ফুযুল যুব সংঘের উদ্যোগে ’পাশে আছি পাশে থাকবো, মানবতার সেবায় সমাজ গড়বো’ প্রতিপাদ্য নিয়ে ১ শত দরিদ্র পারিবারের মাঝে ২০ দিনের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল চোলা, ডাবলি, মসুরি ডাল, সয়াবিন তেল, মুড়িসহ নানা খাদ্য সামগ্রী।
মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফীর সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত অষ্টগ্রাম উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা কাজী জসিম উদ্দিন সিদ্দিকী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সাদ্দাম হোসেন, মোহাম্মদ অজিদ, উজ্জ্বল মিয়া, অন্তর হোসেন, রাকিবুল ইসলাম, শহিদ মিয়া প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।