নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কিশোরগঞ্জ ইউনিটের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে।
আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে অষ্টগ্রাম উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন চত্বরে এ কম্বল বিতরণ করা হয়।
এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহান। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাগর ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
উপজেলার ৮ টি ইউনিয়নের একশত অসহায় শীতার্ত মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।