বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা সদর ইউনিয়নের ভিডাব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট)’র অধীনে ২১০জন নারীর মাঝে ৬০ কেজি করে চাউল বিতরণ করেছে ইউনিয়ন পরিষদ।
সোমবার (২০ মার্চ) দুপুরে সদর ইউনিয়ন খাদ্যগুদাম প্রাঙ্গণে ভিডাব্লিউবি সুবিধাভোগীদের চাউল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ।
সুবিধাভোগীরা আগামী দুই বছর প্রতি মাসে ৩০ কেজি করে চাউল পাবেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ নুরুন্নবী, তদারকি কর্মকর্তা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুহাঃ আবদুল মতিন, ইউপি সচিব বোরহান উদ্দিন প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।