অষ্টগ্রাম প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্ত বিতরণ করা হয়।
আজ রবিবার(১ জানুয়ারি) বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস পালন করে বিদ্যালয়টি। এ সময় সেখানে উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, উপজেলা নির্বাহী অফিসার হারুন-অর-রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসানুল জাহীদ, উপজেলা আইসিটি অফিসার আনোয়ার পারভেজ, বাঙ্গালপাড়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
জানা যায়-এ বছর সারা দেশে ৪ কোটি ৯ লাখ ১৫ হাজার ৩৮১ জন শিক্ষার্থীদের মাঝে ৩৩ কোটি ৯১ লাখ ১২ হাজার ৩০০ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হয় যার মধ্যে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরে ২ কোটি ১৯ লাখ ৮৪ হাজার ৮২৩ জন শিক্ষার্থীকে ৯ কোটি ৬৬ লাখ ৮হাজার ২৪৫টি বই দেওয়া হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।