নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আধুনিক হাওরের রুপকার কিশোরগঞ্জ-৪ (ইটনা, অষ্টগ্রাম,মিঠামইন) এর জনগণকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংসদ রেজওয়ান আহমেদ তৌফিক।
তিনি ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তায় বলেন, আমি কিশোরগঞ্জ-৪ সংসদীয় আসনের সর্বস্থরের জনগনকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক।
সেই সাথে সকলের অব্যাহত সুখ,শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসছে পবিত্র ঈদ-উল-ফিতর।
তাই ঈদ-উল-ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। সকল সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগ করে নেয়। তাই ঈদ-উল-ফিতরের শিক্ষা নিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা, এই কামনা করি।
তিনি আরও বলেছেন, জনগণের আশা-আকাঙ্খা অনুযায়ী জননেত্রী শেখ হাসিনা এদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে থাকে, নিরাপদে থাকে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। তাইতো দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে।
পরিশেষে আমার নির্বাচনী এলাকা তথা সমগ্র দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।