নিজস্ব প্রতিনিধিঃ
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে
অবশেষে জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে মুজিবুল হক চুন্নুকে সরিয়ে দেয়া হয়েছে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের(জিএম কাদের)।
আজ সোমবার (৭ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন দলটির যুগ্মসচিব পদমর্যাদায় জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
এই পরিবর্তনের মাধ্যমে জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বে একটি উল্লেখযোগ্য রদবদল ঘটল। নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এর আগে দলটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে দলের প্রেসিডিয়ামের সভা আহবানকে কেন্দ্র করে জাতীয় পার্টির অভ্যন্তরে অস্থিরতা চলছিল। এই ইস্যুতে দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব মজিবুল হক চুন্নু দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন।
দলের অভ্যন্তরীণ এই দ্বন্দ্বের সুরাহা হওয়ার আগেই মজিবুল হক চুন্নুকে তার পদ থেকে অব্যাহতি দিয়ে নতুন মহাসচিব নিয়োগ দিলেন দলটির চেয়ারম্যান।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।