রংপুরের পীরগাছায় আবারো বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন রংপর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হাকিম সরদার।
গত রোববার বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে সর্বসম্মতিক্রমে বিনাপ্রতিদ্বন্দীতায় ১০ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া, প্রধান শিক্ষক আব্দুল হামিদ সরদার ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগের আব্দুল হাকিম সরদার ওই বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির ৫ বার সভাপতি ছিলেন। তিনি সুনামের সহিত বিগত ২ বার উপজেলা আওয়ামলীলীগের সাধারন সম্পাদক, ৩ বার সভাপতি ও ৪ বার উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। আব্দুল হাকিম সরদার উপজেলার বড় পানসিয়া সরদারপাড়া গ্রামের বাসিন্দা। বিনা প্রতিদ্বন্দীতায় ৬ষ্ঠ বারের মত দুই বছর মেয়াদী পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় আব্দুল হাকিম সরদারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পীরগাছা উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।