বিশেষ প্রতিনিধিঃ
‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা কমিটিতে আরো ২ জন উপদেষ্টাকে মনোনীত করা হয়েছে। নতুন দুই উপদেষ্টা হলেন মো. আবুল কাশেম ও ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান সেলিম।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
‘আমরা বিএনপি পরিবার’ সেলের প্রধান পৃষ্ঠপোষক দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে উদ্দেশ করে লেখা ওই চিঠিতে বলা হয়, ‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান পৃষ্ঠপোষকতায় গঠিত ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা কমিটিতে আরো দুই জন্য উপদেষ্টা মনোনীত করা হয়েছে।
বিএনপির নেতা-কর্মীদের মধ্যে যারা গুম, খুন ও পঙ্গুত্বের শিকার হয়েছেন, তাদের পাশে থাকতে ‘আমরা বিএনপি পরিবার’ নামে একটি সেল গঠন করা হয়। ২০২৪ সালের ২২ মার্চ এই এই নামে সেল গঠন করে বিএনপি।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।