নিজস্ব প্রতিনিধিঃ
চলমান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে তথা ২৯ মে অনুষ্ঠিতব্য কিশোরগঞ্জের ইটনা উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পরপর দুইবারের উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে কাঁপ পিরিচ প্রতীকের সমর্থনে দিনব্যাপী প্রচারণা শেষে উপজেলার এলংজুরী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করে এলংজুরী বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
এলংজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরাফত আলীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত নির্বাচনী জনসভায় এ সময় ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী চৌধুরী কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহবার উদ্দীন ঠাকুর, এলংজুরী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূইয়া রুবেল, সাবেক চেয়ারম্যান গোলাপ মিয়াসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী চৌধুরী কামরুল হাসান বলেন, আমি উপজেলার মানুষের সুখে-দুঃখে ছিলাম, বর্তমানেও আছি, আগামীতেও থাকব। আগামীতে আবারও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়ন করব। এ সময় তিনি বর্তমান সরকারে উন্নয়ন কর্মকাণ্ড, উপজেলা পরিষদের আগামী উন্নয়ন ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধরছেন। ইটনা উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলবোও বলেও জানান।
জানা যায়, ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে প্রতীক বরাদ্দের পর লিফলেট বিতরণ, পথসভা, উঠান বৈঠক ও কুশল বিনিময়সহ নির্বাচনী সমাবেশে জমজমাট হয়ে উঠেছে হাওর অধ্যুসিত জেলার সর্ববৃহৎ ইটনা উপজেলার বিভিন্ন এলাকা।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।