ইটনা প্রতিনিধিঃ
ইটনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ই আগষ্ট) সূযার্দয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারী আধা-সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
সকাল ৯ টায় উপজেলা প্রশাসন, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, ইটনা উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ জাতির জনকের ম্যুরালে পুষ্পাস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী প্রদর্শন করেন।
এরপর বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক তথ্যচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শন শেষে ইটনা উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ইটনা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: মনিরুজ্জামানের উপস্থাপনায় উপজেলা নির্বাহী অফিসার রেজা মো: গোলাম মাসুম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
বিশেষ অতিথি ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান।
বক্তব্য রাখেন ইটনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস, ইটনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: কামরুল ইসলাম মোল্লা, ইটনা উপজেলা সমবায় অফিসার মাহফুযুল আমিন, ইটনা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, ইটনা উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সাখাওয়াত হোসেন প্রমূখ। বক্তাগণ জাতীয় শোক দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলাচনা করেন।
এরপর চিত্রাংকন ও রচনা প্রতিযাগীতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষ্যে বিভিন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।