ইটনা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলার ইটনা নানা আয়োজন আর যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
দিনটি উপলক্ষে আজ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যক্তি, মালিকানাধীন প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে ইটনা উপজেলা পরিষদ সংলগ্ন স্বাধীনতা স্মারকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে উপজেলা প্রশাসন, পরে পুলিশ প্রশাসন পুষ্পস্তবক অর্পণের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে স্বাধীনতা স্মারকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, পুলিশ, আনসার ভিডিপি ও বিএনসিসির সদস্যগণের সমাবেশ ও অভিবাদন গ্রহণ করা হয় ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা, মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের নিয়ে স্মৃতিচারণ ও সংবর্ধনা অনুষ্ঠান ইটনা উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হোসেন (ভারপ্রাপ্ত)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ ইটনা, মিঠামইন, অষ্টগ্রামের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন থানা অফিসার্স ইনচার্জ (ওসি) জাকির রব্বানী।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ঠাকুর, বীর মুক্তিযোদ্ধা রওশন আলী রশো, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার প্রমুখ।
জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মুনাজাত ও প্রার্থনা করা হয়। সকল শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনার সভার আয়োজন করা হয়। হাসপাতাল ও এতিম খানা সমূহে উন্নত মানের খাবার পরিবেশন, বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনা সমূহে আলোকসজ্জাকরণ করা হয়।
এ ছাড়া দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।