নিজস্ব প্রতিনিধিঃ
২৯ মে অনুষ্ঠেয় ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ভোট বর্জন কর্মসূচী উপলক্ষে ইটনায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (২৬ মে) কিশোরগঞ্জ-৪ তথা ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম উপজেলা বিএনপির ভবিষ্যৎ কর্ণধার, সাবেক জেলা প্রশাসক ও বীরমুক্তিযোদ্ধা মোঃ আবদুর রহিম মোল্লা নেতৃত্ব এ ভোট বর্জনের লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ভোট বর্জনের আহ্বান ও লিফলেট বিতরণ অল্প সময়ের ব্যবধানে এ আর মোল্লার লিফলেট বিতরণ কর্মসূচী গণ-মিছিলে রূপ লাভ করে। ইটনা উপজেলা সদর এলাকার সাধারণ মানুষের বক্তব্য হলো, দীর্ঘ ১০/১২ বছর পর ইটনা উপজেলায় বিএনপির কেন্দ্র ঘোষিত কোন কর্মসূচী পালিত হলো এবং তা শতভাগ সফলভাবে পালিত হলো।
ইটনা উপজেলা সদরে একটি কর্মসূচী সফলভাবে বাস্তবায়নের পর তিনি জয়সিদ্ধির উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে সফলতার সহিত কর্মসূচী বাস্তবায়ন শেষে ধনপুরে প্রবেশ করেন। ধনপুর ইউনিয়নে লিফলেট বিতরণ করে তিনি জেলা শহর কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন।
আজ তিনি উপজেলার পশ্চিম এলাকার চারটি ইউনিয়ন সফর করবেন বলে জানা গেছে। তার এই আগমনে ও সফলতার সহিত কেন্দ্র ঘোষিত কর্মসূচী বাস্তবায়নে এলাকার তৃনমুল নেতাকর্মী মনে আশার সঞ্চার ঘটেছে। তৃনমুল নেতাকর্মীরা আগামীদিনে রহিম মোল্লার নেতৃত্বে যেকোনো কর্মসূচী বাস্তবায়নে প্রস্তুত রয়েছে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির নেতা-কর্মী ও ইটনার সর্বস্তরের সাধারণ মানুষ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।