ইটনা প্রতিনিধিঃ
ইটনা উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইটনা উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ’র সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা কমিটির অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা চেয়ারম্যান ও মাসিক সমন্বয় সভার সম্মানিত সভাপতি চৌধুরী কামরুল হাসান।
অপরদিকে মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও মাসিক সমন্বয় সভার সম্মানিত সভাপতি চৌধুরী কামরুল হাসান।
উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইটনা থানা অফিসার্স ইনচার্জ ওসি জাকির রব্বানীসহ সাত ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যগন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।