নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামী ইটনা উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় ইটনা সদরের পুরান বাজার থেকে এ আনন্দ র্যালি শুরু হয়। র্যালিটি সদর উপজেলার মেইন রোড হয়ে বাজারের মধ্য দিয়ে আবার শেষ হয়। র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইটনা উপজেলা আমির হাফেজ আবুল হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ মাওঃ এ কে এম নূরুল্লাহর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ইটনা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যকরি কমিটির নায়েবে আমীর আব্দুস সালাম, সাংগঠনিক ও অফিস সম্পাদক মাওলানা শফিউল আলম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, ওলামা বিভাগ মাওলানা কারী ইউনুছ আলী, পেশাজীবি বিষয়ক সম্পাদক মোঃ মোজাম্মেল হক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোঃ মোসারফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
র্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তি এবং মাহে রমজানের পবিত্রতা ও গুরুত্ব রক্ষায় দিনের বেলায় হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রাখা, নাটক- সিনেমা ও অশ্লীল গান-বাজনা থেকে বিরত থাকার আহ্বান জানান।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।