পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে এবার ভেসে এসেছে আট ফুট দৈর্ঘ্যের একটি জীবিত ইরাবতি মা ডলফিন।রোববার সকালে সৈকতের তিন নদীর মোহনায় ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা।ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান,ডলফিনটির শরীরে বেশ কিছু আঘাতে চিহ্ন আছে।ধারণা করা হচ্ছে,এটি জেলেদের জালে প্যাঁচানো ছিল।সেখান থেকে ছুটে এটি জীবিত অবস্থায় ভেসে আসে।পরে ১০টার দিকে এটি মারা যায়।এটির পেটে বাচ্চা রয়েছে।এ প্রসঙ্গে মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান,ডলফিনটি আলীপুর মৎস্য ঘাটে নিয়ে আসা হয়েছে।এর আগে গত ১৪মে কুয়াকাটা সমুদ্রসৈকতের গঙ্গামতি পয়েন্টে সাত ফুট দৈর্ঘ্য ও দুই ফুট প্রস্থের একটি পেট ফাটা মৃত ইরাবতি ডলফিন ভেসে আসে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।