কটিয়াদী প্রতিনিধি:
কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের ২০২৪ -২৫ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত নতুন কমিটিতে সভাপতি পদে দৈনিক জনকণ্ঠ ও বাংলা টিভি’র প্রতিনিধি সৈয়দ মুরছালিন দারাশিকো ও সাধারণ সম্পাদক পদে দৈনিক খোলাকাগজ পত্রিকার কটিয়াদী উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম মনোনীত হয়েছেন।
শনিবার (২০ জানুয়ারি) দুপুরে কটিয়াদী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এক বর্ধিত সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে অন্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর (ডেইলি আওয়ার টাইমস), সহ-সভাপতি মো. ওমর ফারুক (দৈনিক আনন্দবাজার পত্রিকা), যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জীবন (দৈনিক দেশসেবা), সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সুলতান প্রিন্স (দৈনিক ভোরের আওয়াজ), দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন মানিক (দৈনিক আমাদের অর্থনীতি), অর্থ সম্পাদক এ. আল মামুন (দৈনিক ভোরের বার্তা) এবং প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান (দ্য নিউজ ট্রিবিউন বিডি) মনোনীত হয়েছেন।
এছাড়া কমিটির কার্যকরী সদস্যরা হলেন, রফিকুল ইসলাম শাহীন (নরসুন্দা পাড়ের কথা), মোজাম্মেল হক বর্ণালী (দৈনিক মানবকন্ঠ), সৈয়দ রানা (দৈনিক তৃতীয় মাত্রা), মাহবুবুর রহমান (দৈনিক আমার সংবাদ), আশরাফুল ইসলাম রাজন (দৈনিক বর্তমান) ও রফিকুল ইসলাম আরমান (এশিয়ান টেলিভিশন)।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।