হাবিবুর রহমান বিপ্লব:
জেলার করিমগঞ্জ উপজেলায় বোরো ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে।
আজ বুধবার (৩০ এপ্রিল) বিকাল ৪ টায় উপজেলা খাদ্য গুদামে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার ।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাসুদ আলম ফরহাদ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, এলএসডি) রাশেদা খানম, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, খাদ্য পরিদর্শক মো. ওমর শরিফ মেনন ও কৃষক প্রতিনিধি জহিরুল আলম বকুল, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাসুদ আলম ফরহাদ জানান, এ বছর উপজেলায় মোট ৭৪০ মেট্রিক টন বোরো ধান ও ৩ হাজার ৪৫০ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, এ সংগ্রহের আওতায় ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রতি কেজি ধান ৩৬ টাকা ও প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯ টাকা কেজি দরে ক্রয় করা হবে। এ্যাপসে নিবন্ধিত ১ জন কৃষক সর্বনিম্ন ১২০ কেজি এবং সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সরবরাহ করতে পারবেন। এছাড়া ৭ জন নির্দ্ধারিত মিলার ৩ হাজার ৪৫০ মেট্রিক টন চাল সরবরাহ করবেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।