কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ শহর সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে সভাপতি আলমগীর, সম্পাদক সুজন নির্বাচিত হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে জেলা সমবায় কমিউনিটি সেন্টারে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।
নির্বাচনে সভাপতি পদে সাবেক কমিশনার মো. আলমগীর কবির ৪৮৬ ভোটে নির্বাচিত হয়েছেন। সহ সভাপতি পদে মো. আনোয়ার হোসেন ৭৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে সৈয়দ তারেক উদ্দিন সুজন ৬০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদস্য পদে ১ নং ওয়ার্ডে ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. শরীফুল ইসলাম। ৪ নং ওয়ার্ডে মো. জিয়াউর রহমান ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৫ নং ওয়ার্ডে মো. শফিকুল ইসলাম ফকির ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৯ নং ওয়ার্ডে শাহ মো. ফয়জুল্লাহ ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন ২ নং ওয়ার্ডে ইসফাকুল ইসলাম হিরণ, ৩ নং ওয়ার্ডে শেখ রাসেল, ৬ নং ওয়ার্ডে খন্দকার নাছির উদ্দন আহম্মেদ, ৭ নং ওয়ার্ডে মো. রফিকুল ইসলাম সুজন ও ৮ নং ওয়ার্ডে মো. গোলাম মোস্তফা টুটুল।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন কিশোরগঞ্জ সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জহিরুল আলম ভূঞা এবং সদস্য ছিলেন জেলা সমবায় কার্যালয়ের অডিটর অপূর্ব চন্দ্র দাস ও এডভোকেট মো. শরফুদ্দিন ভূঞা সবুজ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।