আ. হা. দিনারঃ
কিশোরগঞ্জ হয়রত নগর এইউ কামিল মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দিনব্যাপী হয়বতনগর এইউ কামিল মাদ্রাসায় মতবিনিময় ও এক কর্মশালা মাদ্রাসার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে এ মতবিনিময় ও কমর্শালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মো. শামসুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, মঙ্গলবাড়িয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. তৈয়ুবুজ্জামান, জেলা জামায়াতের সেক্রেটারী মাও. নাজমুল ইসলাম, মাও. আবু সাঈদ, নুরুল ইসলাম শেখ প্রমুখ।
দিনব্যাপী কর্মমালায় মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন ও অগ্রগতি করার লক্ষ্য নানাধিক আলোচনা, শিক্ষক ও মাদ্রাসার পরিবেশ, ছাত্র সমাজ ও সমাজের বিশিষ্ট শিক্ষাবিদদের আমন্ত্রণ জানানো হয়, হয়বতনগর মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহনে দিনব্যাপী বিজ্ঞান মেলা ও পিঠা উৎসব ছিল চোখে পড়ার মত, জ্ঞান ও বিজ্ঞানের সমন্বয়ে একটি আদর্শ ও সৎ দক্ষ শিক্ষাব্যবস্হার মাধ্যমে মাদ্রাসা শিক্ষা বিশ্বময় আলো ছড়াবে এই প্রত্যাশা।
জেলার সকল মাদ্রাসা অধ্যক্ষ ও জেলার বিশিষ্ট শিক্ষাবিদগন এই অনুষ্ঠানে অংশগ্রহন করেন। পুরো অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ ও কর্মশালার বাস্তবায়তন কমিটির আহবায়ক হযরত মাও. আজিজুল হক। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মাদ্রাসার মুফাছির মাও. মো. তোফাজ্জল হোসেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।