নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ ও হোসেনপুর তথা জেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা.সৈয়দা জাকিয়া নূর লিপি।
এক শুভেচ্ছা বার্তায় এমপি লিপি তিনি বলেন, মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আযহা। ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদুল আযহার ত্যাগের শিক্ষার প্রতিফলন হোক এই কামনা করি।
তিনি বলেন, দেশপ্রেম আর মানবতা বোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়। আসুন সমাজের ধনী-গরিব, ধর্ম-বর্ণ-জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মিলেমিশে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই।
পরিশেষে তিনি প্রিয় দল বাংলাদেশ আওয়ামীলীগ এবং এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।