কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে কিশোরগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার (১৭ এপ্রিল) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বরণে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত।
এ সময় মুজিবনগর সরকারের প্রয়াত সকল সদস্য, কর্মকর্তা, কর্মচারী ও শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক রুবেল মাহমুদ এর সভাপতিত্বে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, বিপিএম-সেবা, পিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড.জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজাল।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।