কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে এডভোকেট মিজানুর রহমানকে আহ্বায়ক এবং এডভোকেট শরীফুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এর যৌথ স্বাক্ষরে এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটি সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ জেলা ইউনিটের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
কমিটিতে এডভোকেট জেসমিন সুলতানা কবিতাকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং এডভোকেট মীর ইকবাল হোসেন বিপ্লব ও এডভোকেট ফয়জুল কবির মোবিনকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।
এছাড়াও কমিটি অন্যরা হলেন, এডভোকেট জালাল মোহাম্মদ গাউস, এডভোকেট জালাল উদ্দিন, এডভোকেট আমিনুল ইসলাম রতন, এডভোকেট সাজ্জাদুল হক, এডভোকেট শফীউজ্জামান, এডভোকেট মোশারফ হোসেন, এডভোকেট জসীম উদ্দিন রুবেল, এডভোকেট তানভীর হাসান রানা, এডভোকেট সাজবীন সুলতানা, এডভোকেট মো. আবু সায়েম মজুমদার, এডভোকেট আব্দুল্লাহেল বুখারী, এডভোকেট হাসান উদ্দিন মার্শাল, এডভোকেট আবুল কাশেম আনু, এডভোকেট নাদিরা ইসলাম সুমা, এডভোকেট ফাইজুল ইসলাম রুবেল, এডভোকেট মোহাম্মদ সাগর ও এডভোকেট জুনায়েদ কায়সার বাপ্পি।
কমিটির অনুমোদনপত্রে বলা হয়, উপরোক্ত আহ্বায়ক কমিটিকে অনুমোদনের তারিখ হতে কার্যকরী করা হলো। এই কমিটি অনুমোদনের তারিখ হতে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।