নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে জোর করে জমি থেকে উচ্ছেদের হুমকির অভিযোগ উঠেছে।
লিখিত অভিযোগ ও ভোক্তভোগীদের দাবি, লতিবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রাজ্জাক ও ২ নং ওয়ার্ডের মেম্বার স্হানীয় সিন্ডিকেটের ছিদ্দিক গংদের যোগসাজশে মেম্বার আমিনুল গত ২১ ফেবুুয়ারী গ্রাম্য সালিশে মৃত গিয়াস উদ্দিনের খরিদকৃত দখলী জমির বর্তমান মালিক বিধবা উম্নেহানীকে শনিবারের মধ্য জমি পরিস্কার করে দেয়ার নির্দেশ দিয়েছে। অন্যতায় ঘরবাড়ি সরিয়ে উক্ত জমি দখলের হুমকি দিয়েছে চেয়ারম্যান ও মেম্বার এমনকি জমি দখলে বাধা দিলে লাশ পড়ে যাবে বলেও প্রকাশ্য হুমকি দিয়েছে এ সিন্ডিকেটের হোতারা।
নিরুপায় হয়ে ভোক্তভোগী গত ২২ ফেব্রুয়ারী উম্মেহানী কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে।
উম্মেহানী আরও বলেন-জমিতে লাখ টাকার মাটি কেটে ঘরবাড়ি নির্মান করেছি। মীমাংসিত দরবার আবার আমাকে কিছু না বলে জমি ছাড়ার হুমকি দিচ্ছে। আমার ছোট ছেলেমেয়েদের নিয়ে এখন আমি অসহায় মানবেতর জীবন যাপন করছি। জানমালের নিরাপত্তা হীনতায় রয়েছি।
উপরুক্ত বিষয়টি নিয়ে কথা হলে চেয়ারম্যান আঃ রাজ্জাক বলেন উক্ত জমির মালিক উম্মেহানী তা ঠিক এবং গত ৬ মাস আগে দরবারে আমরা দরবারে সিদ্ধান্ত দিয়েছিলাম বিধবা উম্মেহানীর পক্ষে এবং দরবারের সিদ্ধান্ত অনুযায়ী উম্মেহানী নগদ টাকা পরিশোধও করছে এবং জমিতে মাটি কেটে ঘরবাড়ি নির্মান করে বসবাস করে আসছে। এখন ওই পক্ষের লোকজন সবার সাথে যোগাযোগ করেছে তা-ই পুনরায় নতুন সিদ্ধান্ত নিতে হয়েছে বিষয়টি দেখব কি করা যায়।
চেয়ারম্যানের বক্তব্যের সাথে একই কথা জানান মেম্বার আমিনুলও।
কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্ধকী বলেন, অভিযোগের বিষয়টি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।