কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে নানা আয়োজনে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসন, কিশোরগঞ্জ এর উদ্যোগে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম থেকে বর্ষবরণের “বৈশাখী শোভাযাত্রা” বের করা হয়।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ’র নেতৃত্বে শোভাযাত্রাটি জেলার বিভিন্ন শহর প্রদক্ষিণ করে।বৈশাখী শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমিতে বাংলা নববর্ষ, ১৪৩১ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও আমন্ত্রিত সুধীজন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা আবৃত্তি, নাটক, নৃত্য, সংগীত ও পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও জেলার ১৩টি উপজেলায় নানা আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন করে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।