কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন’- এই প্রতিপাদ্য নিয়ে এডাব কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে মানববন্ধনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সোমবার (৪ নভেম্বর) এডাব কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধনের আয়োজন করে।
এডাবের কিশোরগঞ্জের জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন সোসাইটি ফর অল ট্রেনিং হেলথ্ ইমপ্লিমেন্টেশন (সাথী)’র নির্বাহী প্রধান মোঃ খায়রুল ইসলাম ভূইয়া, হাওর ভিশন এর নির্বাহী পরিচালক এ জেড আল মুজাহিদ, ওইডুর সমন্বয়কারী মোঃ খায়রুল ইসলাম, আরডিও’র নির্বাহী পরিচালক রুবিনা আক্তার রুবি, সাংবাদিক আসাদুজ্জামান খান লিপন, সাংবাদিক সাইফুল্লাহ সাইফ, সোহেল রানা প্রমূখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।