কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। পুলিশের লাঠিচার্জ, টিয়ারসেল ও রাবার বুলেটে সাংবাদিকসহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি জেলা বিএনপির।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গুরুদয়াল কলেজ মাঠ থেকে শুরু করে বিএনপির পদযাত্রা শহরের রথখলা এলাকায় পৌছলে সংঘর্ষের সূত্রপাত হয়।
এর আগে জেলার ১৩টি উপজেলা ও ৮টি পৌরসভা কমিটির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গুরুদয়াল কলেজ মাঠে জড়ো হন। পরে পদযাত্রা শুরু করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়,বেলা সোয়া ১২টার দিকে জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে জেলা বিএনপি শহরে পদযাত্রা বের করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এবং সিনিয়র সহ-সভাপতি লায়লা বেগম, সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল, রেজাউল করিম খান চুন্নু, এডভোকেট জালাল উদ্দিন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ ভিপিসোহেল, সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম ও আমিনুল ইসলাম আশফাক, জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক আবু নাসের সুমন, জেলা ছাত্রদল সভাপতি মারুফ মিয়া প্রমুখের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে পদযাত্রা সহকারে রথখলা এলাকায় যান। রথখলা পার হওয়ার সময় পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের প্রথমে ধস্তাধস্তি হয়। পরে এটি সংঘর্ষে পরিনত হয়।
পুলিশও লাঠিচার্জ, টিয়ারসেল-রাবার বুলেট নিক্ষেপ করে এবং পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়ে মারেন। আধাঘন্টা ব্যাপী শহরের রথখলা থেকে আখড়াবাজার এলাকায় দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ও চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল আহত হন।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম অভিযোগ করেন, বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে হামলা করেছে। পুলিশের রাবার বুলেট, টিয়ারসেল ও লাঠিচার্জে শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্ণেল জানান, তিনিসহ ৮/১০জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলী মোস্তফা তাজবির, পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক শাহরিয়ার মুসা তানহা, নিকলী উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান রয়েছেন। তারা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুস্তাক সরকার জানান, বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে রথখলা ময়দান পর্যন্ত। তারা রথখলা পেরিয়ে সামনের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে বিএনপি নেতা কর্মীরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করেন। পদযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশ কোনো বাধা দেয়নি। পদযাত্রা শেষে রথখলা থেকে ফেরার পথে তারা পুলিশের ওপর হামলা করেছে। তাদের হামলায় সদর থানার একটি গাড়ির গ্লাস ভেঙ্গে গেছে বলে জানান তিনি।এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।