কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, বিপিএম এর সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের বক্তব্য গুরুত্বসহকারে শোনেন ও বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতির আদেশপ্রাপ্ত মো: মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড অপস্) মো: আল-আমিন হোসাইনসহ
জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কিশোরগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ শেখ হাসিনার সরকারের পতন ও দেশত্যাগ পরিবর্তিত পরিস্থিতিতে আগের পুলিশ সুপার বদলি হওয়ায় ৩১ আগষ্ট ২০২৪ মোহাম্মদ হাছান চৌধুরী, বিপিএম এর কিশোরগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
উক্ত মতবিনিময় সভায় জাতীয় ও স্থানীয় মিডিয়ার ৬০ জন সাংবাদিক মতবিনিময় সভায় উপস্থিত থেকে জেলার ট্রাফিক ও আইন-শৃঙ্খলা বিষয়ক, মাদক, কিশোরগ্যাং, চুরি চিনতাইসহ বিভিন্ন তথ্য প্রদান করেন। পুলিশ সুপার সে সকল বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মতামত ব্যক্ত করে মিডিয়া সাংবাদিকদের সার্বিক সহযোগিতা সহায়তা কামনা করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।