নিজস্ব প্রতিনিধিঃ
‘পুলিশ জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে র্যালীটি উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম। এরপর র্যালী বের হয়ে জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এসপি অফিসের সামনে এসে পূনরায় শেষ হয়।
পরে কিশোরগঞ্জস্থ জেলা পুলিশ লাইন্সের অডিটোরিয়ামে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কমিউনিটি পুলিশিং ডে নিয়ে আলাচনা শেষে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এনএসআই জেলা প্রধান ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসাইন (ক্রাইমস এন্ড অবস), জেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক সাইফুল হক মোল্লা দুলু,জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক বিলকিস আক্তার, জেলা সহকারী মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ডাঃ ছিদ্দিকুর রহমান প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।