কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোস্তফা জামান ইসলাম’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার(১৯সেপ্টেম্বর) দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সরফুদ্দিন ভূঞা সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ সায়েদুর রহমান খান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ ‘র বিচারক মোহাম্মদ হাবিবুল্লাহ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ ‘র বিচারক মোঃ সোলায়মান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল মামুন।
বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এ্যাড. মুফতি মোঃ জাকির খান, সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ আমিনুল ইসলাম রতন প্রমুখ।
উপস্থিত ছিলেন এ্যাড. এম.এ আফজল, এ্যাড. ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন, জিপি বিজয় শংকর রায়, এ্যাড. সৈয়দ শাহজাহান, এ্যাড. তারেক উদ্দিন আহাম্মেদ আবাদ, এ্যাড. আবু সাইদ ইমাম, এ্যাড. সহিদুল ইসলাম শহীদ, এ্যাড. অশোক কুমার সরকার, এ্যাড. এ.বি.এম লুৎফর রাশিদ রানা, এ্যাড. মোঃ হাবিবুল হক ভূঞা, এ্যাড. আতাউর রহমান আকন্দ, সাংবাদিক এ এম উবায়েদ প্রমুখ।
পরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ‘কে সমিতির পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলের তোড়া উপহার দেয়া হয়। উল্লেখ্য বিচারপতি মোস্তফা জামান ইসলাম কিশোরগঞ্জ জজ শীপে বাৎসরিক পরিদর্শনে আসেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।