কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা নিহত হওয়ার ঘটনায় নতুন করে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আজ বুধবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনের ব্যাপক অবস্থানের মধ্যেও বিভিন্ন গেট দিয়ে আদালত প্রাঙ্গণে প্রবেশ করে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এসময় আইনজীবীদের একাংশ তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে অবস্থান নেন। পরে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অভি চৌধুরী, ইকরাম হোসেন, এনামুল হক নাঈম, আফসানা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।