বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ শহরে প্রতিদিন সূর্যোদয় আর ভোর হয় নিয়মতান্ত্রিক উপায়ে। যদিও আজ সূর্যোদয় আর ভোর হয়েছে ভিন্ন আয়োজন আর ব্যাতিক্রম আয়োজনে।
আজ শুক্রবার (১৮ জুলাই) ভোরটা ছিল আরো সুন্দর, ব্যতিক্রম। সূর্য উঠি উঠি করার আগে ঘুমভাঙা পাখিদের ডাকাডাকি। এর মধ্যেই মুখর হয়ে ওঠে প্রায় ৩০০ জন তরুণ-তরুণী, ক্রীড়াবিদ ও শিক্ষার্থী। শহরের বড়পুল মোড় এলাকা থেকে তারা ম্যারাথন দৌড়ে অংশ নেন। এই আয়োজনে যোগ দেন জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যরাও।
এছাড়াও বিভিন্ন বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ম্যারাথনে। এক পর্যায়ে মানুষের ঢল নামে। জুলাই গণঅভুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রতীকী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আয়োজন করেছিল যুব উন্নয়ন অধিদপ্তর। সকাল সাতটায় এই ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
ম্যারাথনটি বড়পুল মোড় থেকে শুরু হয়ে পাঁচ কিলোমিটার দৌড়ে শহরের বটতলা পুরাতন স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে মেডেল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক।
জেলা প্রশাসক বলেন, ‘জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের স্মরণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ আয়োজন করেছে। জুলাইয়ের যে চেতনা- অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম- সেটি আমাদের উদ্বুদ্ধ করবে। যারা আন্দোলনে শহীদ হয়েছেন ও আহত হয়েছেন তাদের যে মনের বাসনা তা বর্তমান ও আগামীর সরকার নিশ্চয়ই বাস্তবায়ন করবে আমি আশাই করি।’
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর কিশোরগঞ্জের উপ-পরিচালক ও প্রতীকী ম্যারাথন আয়োজন কমিটির সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপারের দায়িত্বে) মুকিত সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) এস এম মাজহারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান মারুফসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
রাজনীতিবিদদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মো: রমজান আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের আহ্বায়ক মোঃ ইকরাম হোসেন প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।