নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ র্যালি ও আলোচনা সভার মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (৯ জুন) সকালে কালেক্টরেট প্রাঙ্গন থেকে ভূমি সেবা সপ্তাহের উদ্ভোধনী একটি শোভাযাত্রা বের করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিপিএম, পিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরী প্রমুখ।
র্যালি শেষে কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান এবং সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সাংবাদিক মোস্তফা কামাল, সাইফুল হক মোল্লা দুলু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।
সঞ্চালনা করেন সহকারী কমিশনার হাসনা হেনা লাবনী ও সামিউল ইসলাম। ৮ থেকে ১৪ জুন ভূমি সেবা সপ্তাহ পালন করা হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।