নিজস্ব প্রতিনিধি:
কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যার পর শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ. কে. এম মুজিবুর রহমান বেলালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
মেলায় বিভিন্ন পণ্যের ১০৫টি স্টল স্থাপন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মেলার আয়োজন করেছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।