নিজস্ব প্রতিনিধিঃ
কোটা সংস্কারপন্থীদের কোটা বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ও মহামান্য হাইকোর্ট এর রায় কার্যকর করতে কিশোরগঞ্জ জেলা সদরের কালীবাড়িস্হ মুক্তমঞ্চে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ জুন) সকাল ১১ টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান বহুমুখী কল্যাণ সমিতি রেজিঃ নং জামুকা-১৫১ এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক শাহ মোঃ সারওয়ার জাহান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা কিশোরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক মনোয়ার হোসেন রনি, মুক্তিযোদ্ধা সন্তান মাসুদ মিয়া, আরিফসহ স্হানীয় সাংবাদিক রন্জন মোদক রনি, তথ্য প্রযুক্তি লীগের সভাপতি তাজুল ইসলাম রিপন, জয়বাংলা প্রেস কমিউনিটি এর সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, এনজিও সংগঠনের নেতা মোঃ কামরুজ্জামান ও এমদাদ হোসেন সবুজ বক্তব্য রাখেন।
বক্তারা হাইকোর্ট এর রায়ের বিরুদ্ধে কোটা সংস্কারপন্থী নুরু’গং দের পাতানো ষড়যন্ত্র প্রতিহত করতে কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধার সন্তানরা সদা প্রস্তুত বলে ঘোষণা দেন।
অবিলম্বে মহামান্য হাইকোর্টের রায় কার্যকর করতে সদাসয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।