নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ বিচার বিভাগের কর্মচারী এসোসিয়েশন যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি ও নিয়োগ প্রদানের দাবীতে কিশোরগঞ্জে দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছেন।
গতকাল সোমবার (৫ মে) সকালে অফিস সময়ে জজ কোট প্রাঙ্গণে অধীনস্থ আদালত ও ট্রাইব্যুনালের বিচারবিভাগের সহায়ক বেতন ভাতা নিয়োগ পদোন্নতি প্রদানের দাবিতে এ কর্মবিরতি পালন করেন কর্মচারীবৃন্দ।
প্রতিবাদে সারাদেশের মত কিশোরগঞ্জে কর্মবিরতি শুরু করেছে জজ কোর্ট ও ম্যাজিস্ট্রেট কোট অফিসে কর্মরত কর্মচারীরা।
কিশোরগঞ্জের জজ কোট প্রাঙ্গনে ব্যানার নিয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। অধস্থন আদালত ও ট্রাইবুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক বেতন ভাতা প্রদান বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস প্রথম ও ষষ্ঠ গ্রেডের পরবর্তী সপ্তম ও ১২ তম গ্রেড ভুক্ত যোগ্যতা অনুযায়ী প্রদান করার দাবিও তুলেন।
শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালে বক্তারা জানান, সারাদেশে বিচারবিভাগে বিভিন্ন দপ্তরগুলোতে গাড়ি চালক, পিয়ন, গার্ডসহ নানা পদে কর্মচারীরা সেবা প্রদান করে আসছে। কিন্তু কাজ করেও তারা বেতন বোনাস ও বিভিন্ন ছুটিসহ কোন সুযোগ-সুবিধা তারা পাচ্ছেন না।
বক্তারা আরও বলেন, আন্দোলন করছি আদায়ই না হয় পর্যন্ত আন্দোলন চলবে । তাই বর্তমান সরকারের কাছে তাদের দাবি দ্রুত মেনে নেয়ার।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।