নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা।
আজ বুধবার (১৯ মার্চ) শহরের অভিজাত হোটেল ক্যাসেল সালাম ফুড রেস্তোরাঁর ৬ষ্ঠ তলায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সভাপতি শামসুল আলম সেলিমের সভাপতিত্বে সাংবাদিকদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির কিশোরগঞ্জ -৫ (বাজিতপুর ও নিকলী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য প্রার্থী মো. রমজান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে এম নাসিম খান, দৈনিক যুগান্তর পত্রিকার কিশোরগঞ্জের ব্যুরো চীফ এটিএম নিজাম, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ক্বারী নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।