কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জেলাশহরস্থ খড়মপট্টি এলাকার বাসায় এবং জেলা আওয়ামী লীগের অফিস ভাংচুর শেষে আগুন দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্ররা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) রাত ৯টার দিকে শতাধিক ছাত্র গিয়ে বাসাটি প্রথমে ভাঙচুর এবং পরে আগুন ধরিয়ে দেয়।
অপরদিকে বৃহস্পতিবার সন্ধ্যার পর জেলা আওয়ামী লীগের অফিসের অবশিষ্টাংশ এক্সেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় ছাত্ররা আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, নারায়ে তাকবির, আল্লাহু আকবার ইত্যাদি স্লোগান দেন।
বুধবার রাতেও একদফা ভাঙচুর করা হয় জেলা আওয়ামী লীগ কার্যালয়টি। পরে কার্যালয়টিকে পাবলিক টয়লেট হিসেবে ঘোষণা করেন তারা। একই সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালও ভেঙ্গে ফেলা হয়।
উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনও জেলা আওয়ামী লীগ কার্যালয় ও সাবেক রাষ্ট্রপতির বাসাটি ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছিল।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।