নিজস্ব প্রতিনিধিঃ
“সংকটে সংগ্রামে ছড়া-হোক বাধাহীন মুক্তধারা” স্লোগানে কিশোরগঞ্জে ১৯ তম ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার(২ মার্চ) সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে সাহিত্য সংস্কৃতি সংগঠন “জেগে ওঠো নরসুন্দা” কিশোরগঞ্জের সহযোগিতায় এবং কিশোরগঞ্জ ছড়া উৎসব পরিচালনা পর্ষদের আয়োজনে তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হচ্ছে।
শুভযাত্রা ও আনন্দ র্যালী শুরুর মাধ্যমে উৎসবের শুভ সূচনা করা হয়।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরে বেলুন উড়িয়ে অতিথিরা উদ্বোধন করেন ৩ দিন ব্যাপী ১৯ তম ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা।
উৎসব পরিচালনা পরিষদের আহ্বায়ক আহমেদ উল্লার সভাপতিত্বে পরিচালনা পর্ষদের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম’র সার্বিক তত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম অধিবেশন শিশুসাহিত্যিক আসলাম সানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
এছাড়াও দেশ-বিদেশ থেকে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ফাতেমা হক(ঢাকা),রাজেন্দ্র গোরাগাই (নেপাল), নিথীশ বরণ সিংহ রায়(ভারত), কবি আবু ওসমান ( নাইজেরিয়া), কবি নির্মল জানা,কবি প্রতিমা সিংহ রায়,ড.সোমনাথ ব্যানার্জি (ভারত) প্রমূখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।