বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে ৭জন যাত্রী ও গবাদিপশু নিয়ে ডুবে যাওয়া নৌকার যাত্রীদের বাঁচাতে গিয়ে প্রাণ গেল সাবিকুল ইসলাম (২৫) নামের এক পর্যটকের।
সোমবার (১০ জুলাই) বেলা দেড় টায় কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের ভাতশালা গ্রামের পাশে এই দুর্ঘটনা ঘটে।
জানাগেছে, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের কাকুরিয়া গ্রাম থেকে ছোট ডিঙ্গি নৌকা করে ৫ নারী-পুরুষ ২শিশুসহ ১টি গরু নিয়ে বাজিতপুর উপজেলার হাছানপুর গ্রামে যাওয়ার পথে, অষ্টগ্রামের কাস্তুল ইউনিয়নের ভাতশালা এলাকায় স্রোতে টানে ডেঙ্গি নৌকাটি ডুবে যায়।
এসময়, ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কে ঘুরতে আসা পর্যটক সাবিকুল ইসলাম, তাদের উদ্ধার করতে পানিতে ঝাপিয়ে পড়েন। তিনি, এক শিশু ও এক নারীকে উদ্ধার করে, সড়কে উঠতে গিয়ে হঠাৎ নিজেই হাওরের পানিতে তলিয়ে মারা যান।
পরে, ফায়ার সার্ভিস ডুবুরি দল অভিযান চালিয়ে সন্ধ্যা পোনে ৭টায় সাবিকুলের মরদেহ উদ্ধার করে।
নিহত সাবিকুুল ইসলাম, অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রামের আবদুর রহিমের ছেলে।
অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের অধিনায়ক সাব অফিসার কবির আহমেদ ভূইয়া বলেন, আমরা বেলা দেড়টায় নৌদুর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে আসি। পরে, বাজিতপুর হতে ডুবুরি’রা এলে উদ্ধার কাজ শুরু করি ও মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করি।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।