বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরব ও হোসেনপুরে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভৈরব ও হোসেনপুর থানা পুলিশ।
সোমবার (১৪ আগস্ট) সকালে হোসেনপুর ও দুপুরে ভৈরবে পৃথক পৃথক দুটি ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ভৈরব ও হোসেনপুর থানা পুলিশ।
হোসেনপুর পৌরসভার নতুন বাজার এলাকা থেকে রাব্বি মিয়া নামক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হোসেনপুর থানা পুলিশ৷ সে পৌর এলাকার ২ নং ওয়ার্ডের মো.আলাল মিয়ার ছেলে।
ভৈরব পৌর শহরের দড়িচণ্ডিবের উত্তর পাড়া থেকে ছামির উদ্দিন (২৫) ডাকাতের লাশ উদ্ধার করা হয়। সে ওই এলাকার মো. আলমগীর মিয়ার ছেলে।
ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১টায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চণ্ডিবের এলাকায় একটি গাছ থেকে নিহত ছামির মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে।
হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান (টিটু) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ জেল থেকে বের হয়ে বাড়ি ফিরেছিলেন। রাজমিস্ত্রির কাজ করতো ছামির। আজ এলাকায় এসে বাড়ির পাশে একটি গাছে আত্মহত্যা করে। স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভৈরবের নিহত ছামির উদ্দিন মা জামিলা বেগম বলেন, ছেলের সাথে আমাদের কোন সম্পর্ক নেই। সে খারাপ বন্ধুবান্ধবের সাথে চলাফেরা করতো। এ জন্য বাড়ি থেকে বেড় করে দেয়া হয়েছে। লোক মুখে শোনলাম আজকে এলাকায় এসেছে। এর কিছুক্ষণ পর আবার শুনতে পেলাম ছামির আত্মহত্যা করছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।