নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ মোঃ ইফতি আব্দুল্লাহ ও মোঃ মাহমুদুল হাসান জয় এঁর স্বরণে নাম ফলক ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন।
আজ শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ নতুন ভবনের প্রাঙ্গণে শহীদদের নামফলক উন্মোচন করা হয় এবং এ সময় শহীদের স্মৃতিকে স্বরণীয় করে রাখতে নাম ফলকের পাশে গাছ আমের চারা রোপন করা হয়।
শহীদদের নামফলক উন্মোচন ও আম গাছের চারা রোপন কর্মসূচি শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জো্হরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলম, কুলিয়ারচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ আলম, ইসলামি আন্দোলন বাংলাদেশ কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি দ্বীন ইসলাম, জুলাই শহিদ মোঃ মাহমুদুল হাসান জয়ের পিতা মোঃ মিজানুর রহমান নাহিদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, সাংবাদিক কাইসার হামিদ ও মোঃ নাঈমুজ্জামান নাঈমসহ উপজেলা ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন প্রমূখ।
এ সময় কুলিয়ারচর উপজেলার জুলাই শহীদ মোঃ ইফতি আব্দুল্লাহ ও মোঃ মাহমুদুল হাসান জয়সহ গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন, উপজেলা মডেল মসজিদের খাদেম আব্দুস সাত্তার।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।