গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহ সরোয়ার কবীর ও তার স্ত্রী মাসুমা আখতার। আসনটিতে জয় লাভ করেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহ সরোয়ার কবীর। অপরদিকে তার স্ত্রী মাসুমা আখতার ঈগল প্রতীকে মাত্র ১৬৯ ভোট পেয়ে জামানত হারান।
মঙ্গলবার (৯ জানুয়ারি) গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ তথ্য জানা যায়।
জানা যায়, সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে ৫ জন প্রার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে আব্দুর রশীদ সরকার, জাতীয় সমাজতান্ত্রিক দলের মশাল প্রতীকে গোলাম মারুফ মনা, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকে জিয়া জামান খান, ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শাহ সরোয়ার কবীর ও তার স্ত্রী মাসুমা আখতার ঈগল প্রতীকে লড়ছিলেন। এর আগে জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করলেও পরবর্তী আওয়ামী লীগ-জাতীয় পার্টির সমঝোতায় নৌকার প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
গত রোববার (৭জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনের বেসরকারি ফলাফলে স্বতন্ত্র প্রার্থী শাহ সরোয়ার কবীর ট্রাক প্রতীকে ৬৪ হাজার ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুর রশীদ সরকার লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৩৭ ভোট।
গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী নাহিদ রসুল বলেন, নির্বাচন কমিশনের বিধিমালা অনুয়ায়ী ভোট কাস্টিংয়ের আট ভাগের একভাগে ভোট কম পাওয়ায় গাইবান্ধা-২ আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী গোলাম মারুফ মনা, জিয়া জামান খান ও নবনির্বাচিত এমপি শাহ সরোয়ার কবীরের স্ত্রী মাসুমা আখতারের জামানত বাজেয়াপ্ত করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।