কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) আসরের নামাজের পর শহরের শহীদি মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে গৌরাঙ্গবাজার, কালিবাড়ি মোড়, রথখোলা-ইশাখাঁ রোড ঘুরে বড়বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মিছিলে নেতৃত্ব ও বক্তব্য দেন দলের জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম, কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আজিজুল হক, এমএইচ লোকমান, অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন সুমন, খালেদ হাসান জুম্মন, অধ্যাপক মো আজিজুর রহমান, অধ্যাপক জৈন উদ্দিন, শহর আমির মাওলানা আ ম ম আব্দুল হক, সদর আমির মাওলানা নজরুল ইসলাম, শহর নায়েবে আমীর অধ্যাপক বদরুজ্জামান রুবেল,সদর নায়েবে আমীর মো. নুরুদ্দিন প্রমুখ।
এ সময় তারা ‘চব্বিশের হাতিয়ার-গর্জে ওঠো আরেকবার’ স্লোগানে পুরো শহর প্রকম্পিত করে। বক্তৃতায় নেতারা গোপালগঞ্জে সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।