বিশেষ প্রতিনিধিঃ
এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানী’র উপর দূর্বৃত্তদের হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের কুলিয়ারচরে এলজিইডি’র কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
মঙ্গলবার(৩১জানুয়ারি)বিকাল ৪টার দিকে উপজেলা প্রকৌশলী(এলজিইডি)কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
এসময় উপজেলা প্রকৌশলী(এলজিইডি)এস.আর.এম. জি কিবরিয়া’র নেতৃত্বে মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন,উপজেলা উপ-সহকারী প্রকৌশলী(এলজিইডি) মামুন মিয়া, উপ-সহকারী প্রকৌশলী(এলজিইডি) কবির হোসেন, হিসাব সহকারী মো.মনির হোসেন, সার্ভেয়ার মো.মোখলেসুর রহমানসহ এলজিইডি’র কর্মচারীবৃন্দ।
বে-আইনীভাবে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীকে শারীরিকভভাবে লাঞ্চনা কারীদের দ্রুত বিচারের আওতায় ও শাস্তি দাবি জানিয়ে কুলিয়ারচর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম. জি কিবরিয়া বলেন, এ ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত ঠিকাদারদের লাইসেন্স বাতিলসহ কালো তালিকাভুক্ত করতে হবে। এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে এবং প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।