বিশেষ প্রতিনিধিঃ
একুশে পদক প্রাপ্ত সাংবাদিক কবি জাফর ওয়াজেদ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)র মহাপরিচালক হিসেবে তৃতীয় দফায় নিয়োগ পেয়েছেন।
গত ২৫ এপ্রিল মঙ্গলবার, জনপ্রশাসন মন্ত্রণালয় এই বরণ্য সাংবাদিক জাফর ওয়াজেদকে পিআইবি মহাপরিচালক হিসেবে তৃতীয় বার নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।
বহুমাত্রিক প্রতিভাধারী জাফরওয়াজেদ ২০১৯ সালে প্রথম পিআইবির মহাপরিচালক নিযুক্ত হন, পরে ২০২১ সালে পুনরায় নিয়োগ পান। ২৫ এপ্রিল ২০২৩তিনি তৃতীয় দফায় নিয়োগ পেয়েছেন।
বরেণ্য বৈজেষ্ঠ সাংবাদিক কবি জাফর ওয়াজেদ গত দুই মেয়াদে সাংবাদিকতার মানউন্নয়ন, গণমাধ্যমকর্মীদের পেশা দক্ষতা উন্নয়ন ও মফস্বল সাংবাদিকদের পেশাগতসহ বিভিন্ন সহায়তা প্রদানে সময়োপযোগী কার্যক্রম বাস্তবায়ন করেন।
একুশে পদক প্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদের সৃজনশীলতা ও যোগ্যনেতৃত্বে পিআইবি, বাংলাদেশে নৈতিক সাংবাদিকতা এবং সংবাদপত্রের স্বাধীনতা প্রচারের লক্ষ্যকে সমুন্নত রাখতে সুসজ্জিত।
সাংবাদিক জাফর ওয়াজেদের নেতৃত্বে পিআইবি আরো বেশি সাফল্য অর্জন করবে বলে মন্তব্য করে অভিনন্দন জানান, হাওরাঞ্চল সাংবাদিক সমিতি কিশোরগঞ্জের সভাপতি কবি রেজাউল করিম সেলিম, কটিয়াদি রিপোর্টাস ইউনিটির সভাপতি প্রিন্সিপ্যাল একেএম ফজলুল হক জোয়াদার আলমগীর, হাওরাঞ্চল কিন্ডারগার্টেন ওর্নাস এসোসিয়েশন সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফরিদ রায়হান, হাওর টাইমস সম্পাদক খায়রুল ইসলাম ভূইয়া,কালের নতুন সংবাদ সম্পাদক খায়রুল ইসলাম প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।