নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরব থেকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১টি পিকআপসহ ৪৫ কেজি গাঁজা আটক, ২ জনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) ১৭.৩৫ ঘটিকায় কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/মোঃ মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ভৈরব থানাধীন ভৈরবপুর সাকিনস্থ সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে টোল প্লাজার অনুমান ১৫০ গজ পশ্চিমে ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট হইতে ঢাকা গামাী লেইনের উপর নাটালের মোড়ে চেকপোষ্ট পরিচালনা করে আসামি ১। মোঃ লাইজু কবিরাজ রাজু (২৭), পিতা- মোঃ সানোয়ার কবিরাজ, সাং-লোনতলা (কবিরাজ পাড়া বড় বাড়ী), থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা, এপি সাং-মোলায়েত গ্রাম (শফিকের মোড়ের পূর্ব পাশে), থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর,
২। মোঃ আলী আকবর (৩০), পিতা-মৃত আবুল কালাম, মাতা-জরিনা বেগম, স্থায়ী সাং-চর-কাওনা (চট্টি), থানা-পাকুন্দিয়া, জেলা-কিশোরগঞ্জ, এপি সাং-মোলায়েত গ্রাম (অজুত মোক্তারের বাসা), থানা শ্রীপুর, জেলা-গাজীপুরকে গ্রেফতার করে এবং আসামিদ্বয়ের হেফাজতে থাকা সর্বমোট ৪৫ (পয়তাল্লিশ) কেজি গাঁজা নামক মাদকদ্রব্য এবং ১টি পিকআপ উদ্ধার করে ১৮.০৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।
এ ঘটনায় ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।