তাড়াইল প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের উত্তরায় অবস্থিত দারুল কুরআন মাদরাসার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৬ মার্চ) দুপুর ১২টায় দারুল কুরআনের প্রতিষ্ঠাতা ও পরিচালক এমদাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য ও জাপা নেতা আলহাজ্ব একেএস জামান সম্রাট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেয মাওলানা ফরিদ উদ্দিন ও তাড়াইল বাজারের ব্যবসায়ী নেতা হাজী উমর ফারুক।
র্যালিটি দারুল কুআন মাদরাসা থেকে শুরু হয়ে তাড়াইল বাজার গোরস্থান মার্কেট, মাদরাসা মার্কেট, উপজেলা পরিষদ ও থানার মোড় হয়ে পুনরায় মাদরাসায় গিয়ে শেষ হয়। বাদ জোহর মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এতে দারুল কুরআনের হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফেয মাওলানা সোহাইল আহমাদ, দারুল কুরআন মহিলা মাদরাসার শিক্ষা সচিব মুফতি হাসান আহমাদ, নুরানি কিন্ডারগার্টেন শাখার সহকারী শিক্ষক মাওলানা জিয়াউল হক, হাফেয মো. আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।