তাড়াইল প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ তাড়াইল উপজেলা সদর ইউনিয়ন সাররং গ্রামে জোরপূর্বক জমি দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন মুকরামিন খান স্বাধীন। এ সময় ভাঙচুর করা হয়েছে সাংবাদিকের ব্যবহৃত মোটরসাইকেলটি। সে সময় মোবাইল, ক্যামেরা ও নগদ টাকা নিয়ে গেছে হামলাকারীরা।
আজ রবিবার সকাল ৯ টার দিকে তাড়াইল উপজেলার সাররং গ্রামে এ রক্তাক্ত হামলার ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে সাংবাদিক মুকরামিন খান স্বাধীনকে।
সকাল ৮ টায় সাররং গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে রহিছ মিয়া (৫০), মজনু মিয়া ,তারিন,আক্তার, তাসমিন আক্তার, রনি, মিয়া সাগর, মিয়া রাহাত মিয়া।জেসমিন আক্তার (৩৫) সরকারি রাস্তার দখল করাসহ অন্যের জমি দখল করার বাধা দেওয়া ও প্রতিবাদ করায় এ হামলার করে বলে জানা যায়।
আজ সরকারি রাস্তায় গোয়াল ঘর নির্মান করে দীর্ঘদিন যাবত দখল করে জনচলাচলে বাধা দেওয়ার প্রতিবাদের কারনে এ ঘটনা সূত্রপাত ঘটে বলে জানা যায়। সাংবাদিক তার সন্তানকে মোটর সাইকেলের সামনে বসিয়ে স্কুলে নিয়ে যাওয়া সময় পিছন দিক থেকে গাড়ীতে এসে সন্তানসহ অতর্কিত কোপানো হয়।
তার ওপর অতর্কিত হামলা সময় হাত থেকে মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে দেশীয় অস্ত্র চাপাতির কোপে মাতার একাংশ মারাত্মক জখম হয়। বাম হাতে আঙ্গুল বিচ্ছিসহ গুরুতর যখম করা হয়।ভাঙচুর করা হয় সাংবাদিকের ব্যবহৃত মোটরসাইকেলটিও।
গুরুতর আহত অবস্থায় ওই সাংবাদিককে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে তাড়াইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির আহমেদ বলেন, দ্রুত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।