মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুড়া ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে গুচ্ছ গ্রামের ১০টি বাড়ি পুড়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।
দিনাজপুর কোতোয়ালি থানা সুত্রে প্রাপ্ত তথ্য মতে জানা যায় ২৫ নভেম্বর শনিবার সকাল ১১টায় দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর শিবপুর এলাকায় আবাসন প্রকল্পের ফেস ২ এর ৬নং ব্যারাকে হরিপদ নামে এক ব্যক্তির ঘড়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে ১০টি টিনের বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। খবর জানার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ঘড়ে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনার প্রায় ২০লক্ষাধিক টাকারই ক্ষতিসাধন হয়েছে বলে জানা যায়। ঘটনাস্থল দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেন এবং বিট অফিসার পরিদর্শন করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।