নিজস্ব প্রতিনিধিঃ
দ্রব্যমূল্যের উর্ধগতি, বিদ্যুৎতের লোডশেডিং, সর্বগ্রাসী দুর্নীতি, মিথ্যা ও গায়েবী মামলায় গ্রেফতার, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কিশোরগঞ্জে জেলা বিএনপির আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান বলেন, দেশের মানুষকে সরকার বিশ্বাস করে না -তাইতো নিরপেক্ষ নির্বাচনে ভয় পায়। সরকারি দলের নেতারা কানাডার বেগম পাড়াসহ বিভিন্ন দেশে বাড়ি করেছে। দেশের সাধারণ মানুষের কথা ভাবেনা এই সরকার।
আজ শনিবার (২৭ মে) দুপুরে কিশোরগঞ্জ জেলাসদরের ঐতিহাসিক রথখলা ময়দানে ১০ দফা দাবিতে জেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমাবেশে বক্তারা বলেন, হামলা মামলা করে বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। দেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দিশেহারা। তাই দেশের সাধারণ জনগণ এই ফ্যাসিস্ট সরকারকে আর দেখতে চায় না।
কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জে জেলা বিএনপির সভাপতি শরিফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান।
১০ দফা দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় কিশোরগঞ্জ জেলার ১৩ টি উপজেলার নেতাকর্মীরা দুপুরেই মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-
সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি লাইলা হক, সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নু, সহ-সভাপতি রুহুল হোসেন, সহ-সভাপতি জালাল মোঃ গাউস, সহ-সভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম, সহ-সভাপতি রুহুল আমিন আকিল, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামের ও যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ প্রমূখ।
দুপুর থেকে ১৩ উপজেলা থেকে মিছিল সহকারে জনসভা স্থলে আসতে থাকে নেতা কর্মীরা। জনসভা বিকাল চারটায় শুরু হয়ে ছয়টায় জনসভা শেষ হয়। জনসভায় বক্তারা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধিনে আগামী সংসদ নির্বাচন না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১. © হাওর টাইমস ২৪, এই ওয়েবসাইটের কোনো, লেখা, ইমেইজ, ভিডিও চিত্র, অডিও, অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ যোগ্য।